Header Border

ঢাকা, মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

করোনায় আক্রান্ত দৌলতপুরের ওসি আরিফ মারা গেছেন

সময় সংবাদ লাইভ রিপোর্ট: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫) মারা গেছেন। প্রায় দুই সপ্তাহ ধরে ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি।

গতকাল ২৬ আগস্ট, বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুস্তাফিজুর রহমান।

গত ১৪ আগস্ট এস এম আরিফুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তার শ্বাসকষ্ট দেখা দেয়ায় ১৫ আগস্ট তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন তিনি।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে ২০১৯ সালের ৩১ আগস্ট যোগদান করেন খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের সন্তান এস এম আরিফুর রহমান। এর আগে তিনি ছিলেন রেলওয়ে থানা সান্তাহারের ওসি।

এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

আরও খবর