Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.১১°সে

ইলিশের উৎপাদন বাড়াতে ২৪৬ কোটির টাকার প্রকল্প

সময় সংবাদ লাইভ রিপোর্ট: দেশের অর্থনৈতিক উন্নয়নে ইলিশের অবদান তুলনামূলক অনেক বেশি এবং বছর বছর এটি বাড়ছে। সরকারও তাই এদিকে মনযোগ বাড়াচ্ছে। জাতীয় এই মাছের উৎপাদন বাড়াতে বেশ বড় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ নামের এই প্রকল্পে ব্যয় হবে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। বর্তমান সময় থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ধীরে ধীরে এটি বাস্তবায়ন হবে।

১৯৯৮ সালে দেশে ইলিশের উৎপাদন ছিল ২ দশমিক ৯ লাখ মেট্রিক টন। ২০১৭-১৮ অর্থবছরে সেটা পৌঁছেছে ৫ লাখ ১৭ হাজার মেট্রিক টনে। সংশ্লিষ্টরা বলছেন, আরেকটু মনযোগী হলেই এটাকে ৬ লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়া সম্ভব। তবে শুধু ‘বাড়তি মনযোগ’ নয়, ইলিশের উৎপাদন বাড়াতে একটি বৃহৎ প্রকল্পই হাতে নিয়েছে সরকার। আশা করা হচ্ছে, ঠিকঠাকভাবে বাস্তবায়ন করা গেলে উৎপাদন অনেক বেড়ে যাবে।

বছর বছর ইলিশের উৎপাদন বাড়লেও দাম কিন্তু সেভাবে কমছে না। জাতীয় এই মাছ এখনো গরিব মানুষের ধরা-ছোঁয়ার বাইরে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ইলিশের দাম খেটে খাওয়া মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

hilsa fish 3

প্রকল্পের আওতায় চলমান জাটকা সংরক্ষণ আন্দোলন আরো বেগবান করা হবে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ হাজার জেলের জন্য। আরো অনেক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। সবচেয়ে বড় কর্মসূচি হলো- দেশের ৬টি বড় ইলিশ অভয়ারণ্য কঠোরভাবে সংরক্ষণ করা হবে, যেগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর