Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৩৭°সে

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে শুরু হচ্ছে ভারোত্তোলন প্রতিযোগিতা

সময় সংবাদ লাইভ রিপোর্টঃবঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভারোত্তোলন প্রতিযোগিতা ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমেনেসিয়ামে আগামী ৫ এপ্রিল শুরু হবে। এর লক্ষ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসির সভাপতিত্বে খেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ভারোউত্তোলনের সাধারণ সম্পাদক লেঃ কর্নেল নজরুল ইসলাম আলোচনা শুরুতেই বক্তব্যে বলেন বাংলার স্বাধীনতা ও খেলাধুলার জন্য বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ পরিচিত লাভ করেছে। ক্রীড়াই পাড়ে মাদকের হাত থেকে যুবকদেরকে রক্ষা করতে। তিনি বক্তব্যে আরো বলেন নিজের ইচ্ছা ও আন্তরিকতা থাকলে ভালো খেলোয়াড় হওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়রাম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, রেঞ্জ এর পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ মাইনুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামূল আলম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর