Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

বিষখালী নদীর পানি লবনাক্ত হয়ে গেছে।

সময় সংবাদ লাইভ রির্পোটঃ জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক হুমকির ফলে যার প্রমান মিলছে মিঠা পানির নদীও লবনাক্তায় পরিণত হচ্ছে।

আজ সকালে বিষখালী নদীর পানি মুখে দিয়ে দেখলাম পানি খুব মিষ্টি লাগে। বিষখালী নদীর পানি মিষ্টির জন্য একটা গান রচয়িত হয়েছিল যে,,

“” বিষখালীতে নাইরে বিষ, পানি ভিষণ মধু””।
“”কলসি কাখে নিয়ে আসে গাঁয়ের নববধূ “”।
কিন্তুু দুঃখের সাথে আজ বলতে হচ্ছে,, কিছুক্ষণ আগে পানি মুখে দিয়ে দেখলাম পানি লবনাক্ত হয়ে গেছে।

এছারও সারজান মাহমুদ এমদাদ নামের এক ব্যাক্তি বলেন, বাকেরন্জে তুলা নদীতেও লবনাক্তা দেখা গেছে।তিনি ও তার বন্ধুরা মাগরিবের নামাজের জন্য ওজু করতে নদীতে যান তারপর মুখে পানি নিয়ে দেখেন পানি মুখে নেওয়া যায় না লবনাক্ততা দেখা যায়।

আারও আক্ষেপ করে ঐ ব্যাক্তি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ কঠিন হুমকির মুখে পড়তে যাচ্ছে।কি হবে আমাদের নদীঞ্চল  মানুষের অবস্থা? কি হবে আমাদের ফসলের? কি হবে আমাদের মিঠা পানির মৎস্য প্রানিদের?

সোহেল মাহমুদ 

নলছিটি প্রতিনিধি। 

সময় সংবাদ লাইভ /৭এপ্রিল

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর