Header Border

ঢাকা, বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে

বরিশালে আক্রান্ত আরও ৮৫, হাসপাতাল ছাড়লেন ১০০ জন

সময় সংবাদ লাইভ রির্পোটঃ ব‌রিশাল বিভা‌গে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন, তবে ওই সময়ে কোনো মৃত‌্যু হয়‌নি। এ সম‌য়ে সুস্থ হ‌য়ে হাসপাতাল ছে‌ড়েছে ১০০ রোগী। মঙ্গলবার (২৭ এপ্রিল) ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালকের দফতর সূ‌ত্রে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ‌্য দফতর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভা‌গের ছয় জেলার কোথাও ক‌রোনা আক্রান্ত রোগীর মৃত‌্যু হয়‌নি। নতুন ৮৫ জন ক‌রোনা আক্রা‌ন্তের ম‌ধ্যে ব‌রিশা‌লে ৩০ জন, ঝালকা‌ঠি‌তে ২৪ জন, ভোলায় ১৮ জন, পটুয়াখালীতে ৬ জন, পি‌রোজপু‌রে ৪ এবং বরগুনায় তিনজন।  ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় আক্রান্ত ৩০ জনের মধ্যে ২৪ জনই নগরীর বাসিন্দা।
গত বছরের ১১ মার্চ থে‌কে এ পর্যন্ত ব‌রিশাল বিভা‌গে মোট ক‌রোনা প‌জি‌টিভ রোগীর সংখ‌্যা ১৪ হাজার ৩০৬ জন। এর ম‌ধ্যে ব‌রিশা‌লে ৬ হাজার ৪৯৫, পটুয়াখালী‌তে ২ হাজার ৯২, ভোলায় ২ হাজার ৭১০ জন, পি‌রোজপু‌রে ২ হাজার ৫৬৫ জন, বরগুনায় ১ হাজার ২১০ জন এবং ঝালকা‌ঠি‌তে ১ হাজার ২৩৪ জন।
আর বিভা‌গে একই সম‌য়ে মারা গে‌ছে ২৫৩ জন। এর ম‌ধ্যে ব‌রিশা‌লে ১০৪, পটুয়াখালী‌তে ৫০, ভোলায় ২২, পি‌রোজপু‌রে ৩১, ব‌রগুনায় ২২ এবং ঝালকা‌ঠি‌তে ২৪ জন।
সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস

আরও খবর