Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭°সে

আরিফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সময় সংবাদ লাইভ রির্পোটঃঝালকাঠী জেলাধীন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, নির্বাচনোত্তর দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে কলেজ ছাত্র আরিফ হোসেন হত্যার মামলার অন্যতম প্রধান আসামি নব-নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মজিবর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত দেড়টায় পুলিশ বাগেরহাট জেলার শরনখোলার সুন্দরবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মজিবর রহমান হত্যার নেতৃত্ব প্রদানকারী এজাহারভুক্ত প্রধান আসামি।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত আরিফ হোসেনের পিতা বাদী হয়ে দায়েরকৃত মামলায় হত্যা ঘটনায় নেতৃত্ব প্রদানকারী হিসাবে নব-নির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে প্রধান আসামী গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে বাগেরহাটের শরনখোলার সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য গত ২১ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওযার পরের দিন ২২ জুন সন্ধ্যা রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত ইউপি সদস্য (মেম্বর) মজিবর রহমানের নেতৃত্বে তার সমর্থকদের বিজয় মিছিল নিয়ে সাথে পরাজিত মেম্বর প্রার্থী জিয়াউল হক ফারুক মিয়ার সমর্থকদের উপর হামলাচালালে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হলে এরমধ্যে গুরুত্বর আহত কলেজ ছাত্র আরিফ হোসেনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।

এ ঘটনায় নিহত আরিফ হোসেনের পিতা মো. শাহ আলম আকন ওরফে লাল মিয়া বাদী হয়ে কাঠালিয়া থানায় ২২ জন নামধারীসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পরপরই কাঠালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিল ছোনাউটা গ্রামের মামলার আসামী আ.আলিম সিকদার, আ. মালেক সিকদার, সিরাজ হাওলাদার ও শাহজাহান হাওলাদার।

মোঃনুর আলম,স্টাফ রির্পোটার,সময় সংবাদ লাইভ।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
মোজাম্মেল-শাহরিয়ার-শ্যামল ৭ দিনের রিমান্ডে
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু

আরও খবর