Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৫°সে

বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

সময় সংবাদ রিপোর্টঃ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে মৃত্যু সংখ্যা। একই সাথে কমেছে আক্রান্তের সংখ্যাও। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত হাজার ৪৩৯ জনের। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে আরো চার লাখ ৬৬ হাজার ৩৯ জন মানুষ।

সোমবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৯০ লাখ আট হাজার ৭৫৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪০ হাজার ৩৩১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ২৫৫ জন।

এ দিকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৯২৪ জনের। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৯ হাজার ৩৮০ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ২৯০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ ২৪ হাজার ৮০৮ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি আট লাখ ৪৯ হাজার ৬৮১ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ৮৮৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫৮। আর সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৯৯৩ জন।

এক নজরে দেশে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু-
এখন পর্যন্ত ফ্রান্সে ৬১ লাখ ৪৬ হাজার ৬১৯ জন, রাশিয়ায় ৬২ লাখ ৮৮ হাজার ৬৭৭ জন, যুক্তরাজ্যে ৫৮ লাখ ৮০ হাজার ৬৬৭ জন, ইতালিতে ৪৩ লাখ ৫৫ হাজার ৩৪৮ জন, তুরস্কে ৫৭ লাখ ৪৭ হাজার ৯৩৫ জন, স্পেনে ৪৪ লাখ ৪৭ হাজার ৪৪ জন, জার্মানিতে ৩৭ লাখ ৭৮ হাজার ২৭৬ জন এবং মেক্সিকোতে ২৮ লাখ ৪৮ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্য দিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৮৮৫ জন, রাশিয়ায় এক লাখ ৫৯ হাজার ৩৫২ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৯ হাজার ৭১৯ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৬৮ জন, তুরস্কে ৫১ হাজার ৪২৮ জন, স্পেনে ৮১ হাজার ৪৮৬ জন, জার্মানিতে ৯২ হাজার ১৭২ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪০ হাজার ৯০৬ জন মারা গেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর