Header Border

ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৯৯°সে

লেখাপড়া তো ধুর; ভাতই খাইত পারি না

সময় সংবাদ রির্পোটঃ দীর্ঘ দেড় বছরের ও বেশি সময় করোনার থাবায় বিপর্যস্ত দেশ।এতে অচল হয়ে পড়েছে দেশের শিক্ষাব্যবস্হা।তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মধ্যবিত্ত,নিন্মবিত্ত পরিবারের শিশুদের।অনেক শিশু পড়াশোনা থেকে ছিটকে পড়েছে।যা অনেক সময় ঝুঁকির মাত্রাকে অতিক্রম করে।ইটের ভাটা,কলকারখানা,রাসায়নিক গুদাম,ফ্যাক্টরিতে কাজ করেছে দেশের হাজার হাজার শিশু।এমনই এক শিশুর সাথে কথা হয় আমার। কেমন আছ?বলতেই চোখ ছলছল করে ওঠে ওর। বাবা বাড়িতে অসুস্থ। মা,দু তিন বাড়িতে কাজ করে। তিন বোন বাবা মা সহ৬ জনের পরিবার।

ওর নাম নুরজামান।করোনার আগে এক মাদ্রাসায় পড়ত নবম শ্রেনীতে।মায়ের উপার্জনের টাকা দিয়েই সংসার চলত।করোনা সময় মা কাজ হারান। তারপর? কেমন করে চলে তোমাদের সংসার।প্রশ্নের জবাবে নুরজামান বলল,”ভাই কি বলমু, ভাত ই খাইতে পারি নাই কতোদিন,কতরাইত না খাইয়া রইছি জানি না,এলাকার এক মানষের ধার দিয়া লোন লইয়া রিকশা কিনি।রিকশা দিয়া ই এহন চলে,কয়দিন মানুষ পাই,পাই না,আর ছোট মানউষ দেইখ্যা কেউ রিকশায় ওঠতেও চায় না,যদি কোন বিপদ হয় হেইতে। পড়ালেখার কি অবস্থা, ভাই লেহাপড়া ধুর,ভাতই খাতে পারি না,করোনার পর আর লেখাপড়া করতে পারি নাই। নুরজামান এর মতন এভাবেই হাজার হাজার শিশু করোনায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে লেখাপড়া থেকে,আর যুক্ত হচ্ছে নানা ঝুকিপূর্ণ পেশায়। আমরা সমাজের সবাই যদি ওদের প্রতি দৃষ্টি দেই,ওরা ভালো থাকতে পারে।আবারো লেখাপড়া করতে পারে।

প্রতিবেদক তানজীম আহমেদ নুহান মির্জাগঞ্জ, পটুয়াখালী

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর