সময় সংবাদ রিপোর্টঃ সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট আফছার উদ্দিন আহম্মেদ খানের মৃত্যুতে আজ দুপুর ১২টা পর্যন্ত ঢাকার নিম্ন আদালতের কার্যক্রম মুলতবি করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক জাকির হোসেন লিংকন এ তথ্য নিশ্চিত করেন। এদিন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আদালতের কার্যক্রম ১২টা পর্যন্ত মূলতবি রাখার জন্য প্রার্থণা করেন।তারা বলেন,‘অ্যাডভোকেট আফছার উদ্দিন আহম্মেদ খানের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। এজন্য বুধবার সমিতির বর্তমান কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল আদালতের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মূলতবি রাখার প্রার্থণা করেছিলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রম ১২টা পর্যন্ত মূলতবি করা হয়েছে।’
এদিকে সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অ্যাডভোকেট আফছার উদ্দিন আহম্মেদ খানের জানাজা সম্পন্ন হয়। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীসহ অন্যরা অংশ নেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় মারা যান আফছার উদ্দিন আহম্মেদ।
m/p…