Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৩৬°সে

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগার যুবারা

সময় সংবাদ রিপোর্টঃ ভারতকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালের মঞ্চে স্বাগতিকদের ১৮২ রানের ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। ব্যাট হাতে আইচ মোল্লার ৯৩ রানের দুর্দান্ত ইনিংসের পর বল হাতে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ধসে দেন নাইমুল রহমান নয়ন।আজ মঙ্গলবার আগে ব্যাট করে ৪১ ওভার চার বলে সবকয়টি উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে বাংলাদেশ। বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন স্বাগতিক বোলার ধানুশ গৌদা। জবাবে ব্যাট করতে এসে মাত্র ৫৩ রানের গুটিয়ে যায় ভারতীয় যুবারা।আগে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র দুই রানে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। শূন্য রানে ফেরেন তিনি। আরেক ওপেনার তানজিম হাসান সাকিবও ফেরেন শূন্য রানে। তবে দলের বড় সংগ্রহে ভূমিকা রাখেন আইচ মোল্লা। ৯১ বলের মোকাবেলায় দশ চার ও দুই ছয়ে ৯৩ রান করেন তিনি। এছাড়া মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে ৫০ ও প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে করেন ২৮ রান।

বড় লক্ষ্য পেয়ে ব্যাট করতে এসে মাত্র ৫ রানে দুই উইকেট হারায় ভারত। এরপর বল হাতে দাপুটে টাইগারদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। শেষপর্যন্ত ২১.৩ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’দলের ইনিংস। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পান মাত্র দুজন- ২৬ রান করা উদয় সাহারন ও ১১ রান করা কুশল তাম্বে।বাংলাদেশের পক্ষে নাইমুর রহমান নয়ন চারটি এবং এস এম মেহরব হোসেন ও আশিকুর জামান দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।

m/p…

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর