সময় সংবাদ রিপোর্টঃ টাইগার বোলারদের দাপটেই ছিল দ্বিতীয় দিনের প্রথম সেশনটা। নিউজিল্যান্ড আটকে যায় মাত্র ৩২৮ রানে। এরপর দাপটের সঙ্গে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ৬০ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ১৬৯ রান।সাদমান ইসলামের ফেরার পর ভাঙে ওপেনিং জুটি। এরপর শান্ত ও জয় দুজনে গড়ে তোলেন দুর্ভেদ্য এক দুর্গ। উভয়ই তুলে নেন অর্ধশতক। জুটিও গড়েন ১০০ রানের। ২২৭ বলে স্পর্শ করেন এই জুটির শতরান। তবে জুটির সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর আর বেশি দূর গড়ায়নি জুটি।১০৯ বলে এক ছক্কা আর ৭ চারে ৬৪ রান করে শান্ত গালিতে থাকা উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লে ভাঙে ২৩৯ বলের ১০৪ রানের জুটি। বাংলাদেশ ১৪৭ রানে হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। শান্ত ফিরলে জয়কে সঙ্গে দিতে ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক।