Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৭৭°সে

জেলাগুলোতে ওমিক্রন আক্রান্ত আছে, হয়তো শনাক্তে নেই

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর

সময় সংবাদ রিপোর্ট: দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৪৬ জন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।সাড়ে তিন মাস পর শনাক্তের হার ৫ শতাংশের ওপরে উঠেছে দেশে। এ অবস্থায় ওমিক্রনের বিস্তার ঠেকাতে অন্তত এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, নির্বাচনসহ জনসমাগমস্থল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধসহ চার দফা সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।সময় যত গড়াচ্ছে, দাপট বাড়ছে মহামারি করোনার নতুন ধরন আফ্রিকার ওমিক্রনের। যার প্রভাবে আবারও নাজুক বিশ্ব পরিস্থিতি। প্রতিবেশী ভারতের পরিস্থিতি দিন দিন আবারও ভয়াহ হচ্ছে গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ধরা পড়ে ওমিক্রন। সবশেষ গত বৃহস্পতিবার নতুন আরও দশজনের দেহে ওমিক্রন আক্রান্তের খবর দেয় জার্মান সংস্থা- জিআইএসএআইডি। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০জনে। তবে এ সংখ্যা নিয়ে ভিন্নমত বিশেষজ্ঞের।আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, আমরা ডাটা যেটা দেখছি, সেটা ২০ জনের শনাক্ত হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে রোগী আছে, সেটা হয়তো আমাদের শনাক্তের মধ্যে নেই।  দীর্ঘদিন শনাক্তের হার ১ ও ২ শতাংশে থাকলেও বর্তমানে তা বেড়েই চলছে। এর কারণ শুধু ওমিক্রনই নয় ডেল্টাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা।

আইইডিসিআরের এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, এখন যে সংক্রমণ হচ্ছে তার একটা নিশ্চিতভাবে হলেও ওমিক্রন দিয়ে শনাক্ত হচ্ছে, ওমিক্রন ক্রমান্বয়ে বাড়তে শুরু করবে এটা স্বাভাবিক। ওমিক্রন হয়তো বাড়ছেও কিন্তু এখনো ডেল্টাকে রিপলেস করতে পারে নাই, ডেল্টাই আমাদের এখানে প্রি-ডমিন্যান্ট।  তবে আক্রান্তের হার বাড়ার পেছনে দীর্ঘদিন ধরে মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষাসহ সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান,পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়কে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুল ইসলাম।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, স্কুলটা এক মাসের জন্য বন্ধ রাখা যেতে পারে, ‍বৃহৎ জনজট আমাদের হয়ে থাকে সেগুলো আমি আপাতত বন্ধ রাখার পরামর্শ দিতে চাই। দেশে ভ্যাকিসিনেশন কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করে পরিস্থিতি সামাল দিতে গতি আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর