সময় সংবাদ রিপোর্ট: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে প্রখ্যাত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য। দেওয়া হবে গান স্যালুট। আজ বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ থাকবে রবীন্দ্র সদনে। সেখানেই গুণমুগ্ধেরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। তারপর বিকেলে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।এর আগে কলকাতা পৌরসভার পিস ওয়ার্ল্ড থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ রাজ্য সঙ্গীত আকাদেমি নেওয়া হয়। তিনি দীর্ঘদিন রাজ্য সঙ্গীত আকাদেমি-র সভাপতি ছিলেন।
মঙ্গলবার কোচবিহারে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়-এর মৃত্যুর খবর পৌঁছায় তার কাছে। সেখান থেকে কলকাতায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে নিজের সফরসূচিতে কাঁটছাট করেন মমতা। বুধবার সরকারি তত্ত্বাবধানেই হবে সন্ধ্যার শেষকৃত্য।উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৯০ বছর।