Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৫°সে

এখনো বন্ধ ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

সময় সংবাদ রিপোর্ট: করোনার ধকল কাটিয়ে সড়ক ও আকাশপথে ভারত-বাংলাদেশ যোগাযোগ শুরু হলেও দু’বছর ধরে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী, দ্রুত দুই দেশের ট্রেন যোগাযোগ চালু করার দাবি তাদের। ট্রেন চালুর উদ্যোগ নিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ রেলওয়ে বলছে, ভারতের সাড়া মিললেই শুরু হবে ট্রেন যোগাযোগ।আগামী মাসের শুরুতে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরুর প্রত্যাশার কথা জানান বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।করোনার লকডাউনে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল।

পরবর্তীতে পণ্যপরিবহন চালু হলেও বন্ধ থাকে যায় যাত্রী পরিবহন। করোনার প্রভাব কমতে শুরু করলে পর্যায়ক্রমে সড়ক ও আকাশপথে যাত্রী পরিবহন শুরু হয়। দু’দেশের করোনা পরিস্থিতি উন্নতি হলেও এখনো বন্ধ রয়েছে রেল যোগাযোগ। ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি ট্রেন চলাচল করে। ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকতা রুটে বন্ধন এক্সপ্রেস আর ঢাকা-জলপাইগুড়ি যায় মিতালী এক্সপ্রেস। ট্রেন এখনো বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন তিন রুটের হাজার হাজার যাত্রী।এমন পরিস্থিতিতে ভারতকে ট্রেন চলাচল শুরুর তাগিদ দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে রয়েছে সব ধরনের প্রস্তুতি। তারা হ্যাঁ বললে চলবে ট্রেন। এখন আলোচনা চলছে দু’দেশের উচ্চপর্যায়ে। মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুর প্রত্যাশা করছে বাংলাদেশ রেলওয়ে। শুধু এই তিনটিই নয় দু’দেশের মধ্যে আরও তিন/চারটি ট্রেন চলাচলের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর