Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৫°সে

নাফ নদীতে বিজিবির অভিযানে আইস জব্দ, আটক ৬

আটক ব্যক্তিরা।

সময় সংবাদ রিপোর্ট: কক্সবাজারে টেকনাফের নাফ নদী দিয়ে হয়ে আসা মিয়ানমারের কাঠবোঝাই ট্রলার থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।তিনি জানান, বুধবার নাফ নদীতে নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে আসা কাঠবোঝাই ট্রলারটি থামানো হয় শাহপরীর দ্বীপ জেটির বিপরীত দিকে। সেখানে তল্লাশিকালে মিলেছে এক কেজি আইস। যাচাই-বাচাই করে দেখা গেছে ট্রলারে আসা কাঠের কাগজপত্র নেই। পরে ছয়জনকে আটক করা হয়। যারা মিয়ানমারের নাগরিক।
আটক ব্যক্তিরা হলেন-মিয়ানমারের আকিয়াব জেলার মকতু থানার আনরাই গ্রামের মৃত মুফিজুল্লাহর ছেলে মো. ইলিয়াছ (৫৫), একই এলাকার করিম উদ্দিনের ছেলে মো. করিম (২০), মো. আনুর ছেলে মো. ইমাম হোসেন (২৭), মো. আবুল কালামের ছেলে মো. শাহ আলম (৩০), মৃত জাকারিয়ার ছেলে মো. ফোরকান (২৬) ও আব্দুল করিমের ছেলে আব্দুল হাফেজ (৪০)।শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, জব্দকৃত কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। এছাড়া ছয়জন আসামি (মিয়ানমার নাগরিক) ও জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর