Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭৫°সে

আদালতের ওপর নির্ভর করছে শরীফের চাকরি : দুদক চেয়ারম্যান

সময় সংবাদ রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শরীফ উদ্দিনের চাকরি ফিরে পাওয়া আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেছেন, শরীফকে নিয়ম মেনেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।গতকাল সোমবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈনউদ্দীন আবদুল্লাহ এ তথ্য জানান। দুদক চেয়ারম্যান বলেন, সে (শরীফ) একটা আবেদন করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। আমরা কমিশনে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে সে বোধহয় আদালতে একটা রিট করেছে। রিট করা অবস্থায় কমিশন সিদ্ধান্ত নিতে পারে কিনা, সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। আগামী ১০ এপ্রিল রিটের ব্যাপারে শুনানি আছে। আদালত আমাদের যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মানতে বাধ্য।’ শরীফের ইস্যু নিয়ে দুদকে কোনো অস্থিরতা নেই বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুর্নীতির উৎস চিহ্নিত করে তা প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে সুপারিশ পাঠানো হয় উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘সব সুপারিশ আমলে নেওয়া হয় না। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। বাস্তবায়ন করার দায়িত্ব স্ব স্ব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের। তারা করছে কিনা এটা দেখার প্রশাসনিক এখতিয়ার দুদকের নেই। আমরা মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করেছি, এ সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করতে তারা যেন কাঠামো তৈরি করে দেয়।’তিনি আরও বলেন, ‘সুপারিশ নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সে অনুযায়ী হচ্ছে না। এটি আমরা মন্ত্রিপরিষদ বিভাগে লিখেছি। তারা যেন বিষয়টি সমন্বয় করে, সে বিষয়ে অনুরোধ জানিয়েছি।’

facebook sharing button

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর