Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৫°সে

দেশের উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ

সময় সংবাদ রিপোর্ট : ঢাকা-যশোর রেলপথের ১৭২ কিলোমিটারের মধ্যে ২৩ কিলোমিটার হবে এলিভেটেড। পুরো রেলপথের কোথাও থাকছে না লেভেল ক্রসিং। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ এটি। প্রকল্পের অগ্রগতি ৫৩ শতাংশ।পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার রেলপথের ২৩ দশমিক তিন আট কিলোমিটার উড়াল বা এলিভেটেড। দেশের প্রথম এই উড়াল রেলপথের ঢাকা থেকে ভাঙা পর্যন্ত অংশের অবকাঠামো শেষে অধিকাংশ স্থানে রেললাইনও বসে গেছে।ঢাকা থেকে যশোর পর্যন্ত কোথাও থাকছে না লেভেল ক্রসিং। এতে সময় বাঁচবে, ঘটবে না দুর্ঘটনাও। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ এটি।প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার হচ্ছে রেলপথজুড়ে। পোস্তগোলার কাছে বুড়িগঙ্গা নদীর ওপরে ৪০০ মিটার ও মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে ৫০০ মিটার রেল সেতু হচ্ছে। আর আড়িয়াল খাঁ রেল সেতুর নির্মাণ প্রায় শেষ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন জানালেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। আর চলতি বছরই মাওয়া-ভাঙা অংশে রেল চলাচল শুরু হবে।পুরো প্রকল্পের অগ্রগতি ৫৩ ভাগ। আর মাওয়া থেকে ভাঙা পর্যন্ত অগ্রগতি সাড়ে ৭৭ শতাংশ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর