Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭৫°সে

রুবেলের পরিবারের পাশে থাকার আশ্বাস বিসিবির

ছবি সংগৃহীত

সময় সংবাদ রিপোর্ট : দীর্ঘদিন ব্রেন টিউমার জনিত সমস্যায় ‍ভুগতে থাকা রুবেল হোসেন মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। এদিকে রুবেলের পরিবারকে সব ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছিল কেমোথেরাপি।রুবেলের ব্রেন টিউমারের চিকিৎসা চলছিল প্রায় তিন বছর ধরে। তার রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি শুরু হয় ডিহাইড্রেশন। তার সঙ্গে কিডনির ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়। যে কারণে সে সময় এক সপ্তাহ আইসিইউতে রাখা হয়েছিল তাকে।
জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর মনেপ্রাণে চেয়েছিলেন আবারও মিরপুরের বাইশগজে ফিরতে।

কিন্তু শারীরিক অসুস্থতায় বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। ব্রেন টিউমারের সঙ্গে তিন বছরের লড়াইয়ে হার মেনে শেষ পর্যন্ত ক্রিকেটার মোশাররফ রুবেলের মিরপুরে ফেরার স্বপ্ন পূরণ হলেও ফিরল তার নিথর দেহ। এদিকে এই ক্রিকেটারের পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে সবসময় পাশে থাকব। যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে, যে কোনো সহযোগিতায় আমরা অবশ্যই পাশে থাকব।’এছাড়াও ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, বিসিবি যে কোনো ধরনের সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছে। আর এই সমর্থনটুকু রুবেলের পরিবারের প্রাপ্য বলেও মনে করেন তিনি।বাংলাদেশের জার্সি গায়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় রুবেলের। জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলার সুযোগ হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন বাঁহাতি এই স্পিনার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর