Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.৭২°সে

১৬০ কিলোওয়াটে আলোকিত হবে পদ্মা সেতু

সময় সংবাদ রিপোর্ট : স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে চলছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। নিজেদের আওতাধীন দুটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৮০ কিলোওয়াট করে মোট ১৬০ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোবারকউল্লাহ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যান চলাচলের জন্য আগামী ২৫ জুন সেতুটি খুলে দেওয়া হচ্ছে।জুলফিকার রহমান সময় সংবাদ লাইভকে বলেন, ‘পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ পুরোপুরি শেষ করে ২৪ মে সেতু কর্তৃপক্ষকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন প্রয়োজন অনুযায়ী তারা আনুষ্ঠানিক সংযোগ দেবে।’

তিনি বলেন, ‘গর্বের পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের সার্বিক কাজ করতে পেরে আমরা আনন্দিত। তবে শুধু লাইট জ্বালানোর জন্যই নয়, সেতুর কাজ যখন শুরু হয় সেই প্রথম থেকেই আমরা পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। ৬-৭টি সংযোগ দেওয়ার মাধ্যমে শুরু থেকেই সেতুর নির্মাণকাজে পল্লী বিদ্যুৎ সহযোগিতা করেছে।’ শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আরও বলেন, ‘ভবিষ্যতে সেতুতে আরও বিদ্যুতের প্রয়োজন হলে সার্বিক সহায়তায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সব ধরনের প্রস্তুতি রয়েছে।’সেতুতে বিদ্যুৎ সংযোগ নিয়ে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোবারকউল্লাহ সময় সংবাদ লাইভকে বলেন, ‘মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৮০ কিলোয়াটের বিদ্যুৎ সংযোগ দিয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ একটি স্থায়ী বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ করছে। সেটার কাজ এখনো চলমান। সাবস্টেশনটি নির্মাণ শেষ হলে সেটা শুধু সেতুর বৈদ্যুতিক কাজে ব্যবহার হবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর