সময় সংবাদ রিপোর্টঃ দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দুর্বলতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইউনুস সিকদার। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের অনুভূতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সময় সংবাদ ২৪ কে বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহ ছিল। গতকাল সকাল থেকেই মানুষ বিভিন্ন সামাজিক মিডিয়ায় চোখ রাখেন। কিন্তু সকল আনন্দের পাশাপাশি যে দূর্বলতা গুলো লক্ষ্য করা গেছে, উদ্বোধনী ফলকটি আরো আধুনিক গর্জিয়াস হতে পারত। তাছাড়া পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান যেহেতু একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম এখানে বিভিন্ন ধর্মগ্রন্থের পাঠ করা উচিত ছিল। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর শিবচরের বক্তব্য শেষে হঠাৎ করে তার স্টেজের সামনে একটি মেয়ে চলে যাওয়া যা নিরাপত্তা ব্যবস্থার দূর্বলতা নির্দেশ প্রদান করে। আর একটি বিষয় যখন তিনি শিবচরে বক্তব্য রাখছেন তখন অনেক উৎসূক জনতা সেতুর উপরে উঠে উল্লাস করেছেন যা সর্বোপরি নিরাপত্তাব্যবস্থার কিছুটা দুর্বলতা নির্দেশ করে। সবকিছুর উপরে আমরা দক্ষিণবঙ্গের মানুষ তথা সমগ্র বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আজ সগৌরবে জাতিকে সক্ষমতার প্রতীক হিসেবে বিশ্বকে জানান দিচ্ছে তাই গৌরবের।