Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.৪৯°সে

বাকেরগঞ্জে ৬ জনের প্রাণ নেয়া ঘাতক জাহাঙ্গীর আটক

সময় সংবাদ লাইভ রির্পোটঃবরিশালে বাকেরগঞ্জে বাসের ধাক্কায় ই‌জিবাই‌কের ৬ যাত্রী নিহতের ঘটনায় বিআরটিসি বাসের চালক জাহাঙ্গীর শিকদার (৪১)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ বরিশাল। মঙ্গলবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর শিকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার হামেদ শিকদারের ছে‌লে ও ঘাতক বিআরটিসি বাসের চালক।তবে মামলার অন্য আসামি এখনও আটক করা সম্ভব হয়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ২০ জুলাই দুপুর ১২ টার দিকে বাকেরগঞ্জ থেকে হাসিব খান তার ব্যাটারিচালিত ই‌জিবাই‌কে ৬ জন যাত্রীসহ ভরপাশা রুইতারপার যাচ্ছিলো। অপরদিকে পটুয়াখালী থেকে একটি বিআরটিসি বরিশাল ডিপোর একটি যাত্রীবাহী বাস বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে আসতেছিল।

পথিমধ্যে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয় অতিক্রমকালে বিআরটিসি বাসটি অপর একটি যাত্রীবাহী বাসের সাথে পাল্লা দিয়ে গিয়ে বেপরোয়া গতিতে রাস্তার অপরশাশের ই‌জিবাইক‌টি‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন ও বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে আরও ২ জনের মৃত্যু হয়।

এদিকে এই ঘটনার পর বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল হতে দুর্ঘটনায় কবলিত বিআরটিসি বাস ও ইজিবাইক জব্দ করে হেফাজতে নেন। তবে ঘটনার পর বিআরটিসি বাসের চালক দুর্ঘটনায কবলিত বাসটি ফেলে রেখে ঢাকায় পালিয়ে যায়। এই ঘটনায় নিহত এক যাত্রীর ছেলে বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পর র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে পালিয়ে থাকা বাসের চালক জাহাঙ্গীর শিকদারকে সোমবার রা‌তে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে আসামি‌কে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা অনুষ্ঠান করবে সরকার
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম

আরও খবর