সময় সংবাদ রিপোর্টঃ সন্ধ্যার পর ছিনতাইয়ে নামেন। এজন্য আগে থেকেই নিশানা করেন ছিনতাইকারীরা। নিশানা করা ব্যক্তিকে প্রথমে সালাম দেন। এরপর মূল্যবান জিনিসপত্রসহ সর্বস্ব লুটে নেন তারা। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৩২ সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছন। তিনি বলেন, মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাইয়ের অভিযোগে এই ৩২ জন আগেও গ্রেপ্তার হয়েছিলেন। পরে তারা জামিনে ছাড়া পেয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন, যোগ করেন ফারজানা হক।
তিনি আরও বলেন, মূলত সন্ধ্যার পর ছিনতাইকারী দলের সদস্যরা সক্রিয় হন। ভোররাত পর্যন্ত তারা ছিনতাই করেন। প্রথমে তারা কাউকে নিশানা (টার্গেট) করেন। কাছে গিয়ে সালাম দেন। পরে তারা তার কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। কেউ মূল্যবান জিনিসপত্র দিতে না চাইলে তারা ধারালো অস্ত্রের ভয় দেখান।