Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৪৬°সে

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, নির্বিচারে গ্রেপ্তার, মানবাধিকার এবং মিডিয়াকর্মীদের হয়রানি বাড়ায় হতাশ জাতিসংঘ..

 সময় সংবাদ রিপোর্টঃ  বহুল আলোচিত এবং আতঙ্ক সৃষ্টিকারী ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংশোধনের তাগিদ পূনর্ব্যক্ত করলো জাতিসংঘ। বিশ্বসংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আইনটির সংশোধনের জন্য মঙ্গলবার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বাড়তে থাকা, রাজনৈতিক কর্মীদের নির্বিচার গ্রেপ্তার, নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার এবং গণমাধ্যমকর্মীদের অব্যাহত হয়রানির কথা উল্লেখ করে জাতিসংঘ দূত গভীর হতাশা প্রকাশ করেন। ডিএসএ বিষয়ে ভলকার টুর্ক বলেন, তাঁর দপ্তরের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি এটিকে সংশোধন করার জন্য বাংলাদেশ কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, যারা তাদের স্বাধীন মতপ্রকাশ এবং বিশ্বাসের অধিকার প্রয়োগ করছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগর মাধ্যমে ফৌজদারি সাজা দেয়া অব্যাহত রয়েছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫২তম অধিবেশনে বক্তৃতাকালে বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে ভলকার টুর্ক এসব কথা বলেন। টুর্কের পূর্বসূরি মিশেল বাশেলেট, গত বছরের আগস্টে বাংলাদেশ সফর করে এমন আহ্বান জানিয়েছিলেন।

মিশেল বলেছিলেন, তাঁর দপ্তর সরকারের কাছে আইনটি সংশোধনে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করেছে। তিনি তখন ওই সুপারিশ অনুযায়ী আইনটি সংশোধনের আহ্বান জানান।

গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া মানবাধিকার পরিষদের ওই অধিবেশনে হাইকমিশনার টুর্ক এ পর্যন্ত ৪০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। জেনেভার ওই আলোচনায় তিনি সেই সব দেশের কোন কোন বিষয়ে তাঁর উদ্বেগ রয়েছে, তা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর