Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭৫°সে

সৌদি আরবে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩

সময় সংবাদ রিপোর্টঃ  সৌদি আরবের আসির প্রদেশে ওমরাহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এছাড়া বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৯ মার্চ, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বাংলাদেশি ছাড়াও মিশর, ইয়েমেন ও সুদানের নাগরিক রয়েছেন। তবে সবার পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহত ১৩ বাংলাদেশিরা হলেন- নোয়াখালীর সেনবাগের শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুক মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার দেবীদ্বারের গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল, যশোরের রনি ও কক্সবাজারের মোহাম্মদ হোসেন।

আহত বাংলাদেশিরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার বুরহান উদ্দিন উপজেলার আল আমিন, লক্ষীপুরের রায়পুরের মিনহাজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার শালিকার আফ্রিদি মোল্লা, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মো. রিয়াজ, মো. সেলিম, কুমিল্লার লাকসামের দেলোয়ার হোসাইন, মুরাদনগর উপজেলার ইয়ার হোসাইন, মো. জাহিদুল ইসলাম, নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ শাহাবুদ্দিন, মাগুরার মোহাম্মদপুরের মিজানুর রহমান ও যশোর সদরের মো. মোশাররফ হোসাইন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সোমবার সৌদি আরবে দুর্ঘটনা কবলিত বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫ জন।

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওমরাহকারী যাত্রীদের নিয়ে একটি বাস মক্কায় যাচ্ছিল। দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশ দিয়ে যাওয়ার সময় একটি ব্রিজের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয় : ইরান
যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগের প্রস্তাব দিয়েছেন পুতিন।
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প
প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

আরও খবর