Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৯৯°সে

পুড়ে গেছে পুলিশ ব্যারাকের দুটি ফ্লোর, সরিয়ে নেওয়া হয়েছে অস্ত্র-গোলাবারুদ

সময় সংবাদ রিপোর্টঃ  বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট বাজার ঘিরে কাজ করলেও তা ছড়িয়ে পড়ছে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন বঙ্গবাজার থেকে মহানগর শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে।

পুলিশ যখন এনেক্সকো টাওয়ার ও তার আশপাশের টিনের ঘর ও দোকানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল, তার মধ্যেই বেলা ১১টার দিকে আগুন ছড়ায় পুলিশ হেড কোয়ার্টার্সের ব্যারাকে। বহুতল ভবনের দুটি ফ্লোর পুড়ে গেছে।

ব্যারাকে আগুন ছড়িয়ে পড়ার আগেই অবশ্য পুলিশ সদস্যরা সেখানে থাকা আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিতে শুরু করেন। সরিয়ে নেওয়া হয় অস্ত্র, গোলাবারুদসহ অন্য সরঞ্জাম।

সেখানে ফায়ার সার্ভিস সদস্যরা পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যারাকের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গেও কথা বলেন। আগুন নিয়ন্ত্রণের নানা পরামর্শ দেন এবং পুলিশ সদস্যদের ফায়ার সার্ভিসকে সহায়তা করার নির্দেশ দেন।

অতিরিক্ত আইজিপি (অর্থ) আতিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশ ব্যারাকে আগুন লাগার পরপরই দুটি ফ্লোর পুড়ে গেছে। আসবাবসহ অস্ত্র-গোলাবারুদ ও অন্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে পুলিশ সদস্যরা যথাসাধ্য সহায়তা করছেন।’

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বেলা ১১টার দিকেই ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ দেন। তিনি এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করতে বলেন।

ডিএমপি কমিশনারের পরিদর্শনের পর ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আসছি ও ফায়ার সার্ভিসকে সহায়তা করছি। এ ছাড়া ডিএমপি কমিশনারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার কাজও করছি। যেসব দোকানি মালামাল বাইরে এনেছেন, সেখানে যেন কোনো ধরনের হট্টগোল না হয় সে লক্ষ্যেও কাজ করছি।’

সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বাহিনীর সদস্যরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর