সময় সংবাদ রিপোর্টঃ ব্যবসায়ীদের কথা চিন্তা করে ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজারে পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
এফ রহমান বলেন, ‘আগুনে বঙ্গবাজার ও এর আশপাশের বাজারগুলোতে আগামীকাল শুক্রবার থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা আগামীকালের পর থেকে আইন-কানুন মেনে অস্থায়ীভিত্তিতে তাদের ব্যবসা চালু করতে পারবেন।
সালমান এফ রহমান বলেন, ‘একটি তালিকা তৈরি করা হবে এবং ক্ষতি অনুযায়ী ৩ থেকে ৪ দিনের মধ্যে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিতরণ করা হবে। ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা আলাদা থাকবে। যাদের স্থায়ী দোকান ছিল তারাই অগ্রাধিকার পাবে।’
গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন এসব ব্যবসায়ী।
চারটি ইউনিটে বিভক্ত বঙ্গবাজার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন। এই চার ইউনিট হলো বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট। সব মিলিয়ে মোট দোকানের সংখ্যা ২ হাজার ৩৭০টি।
১৯৯৫ সালে একবার ভয়াবহ আগুনে পুড়েছিল বঙ্গবাজার। পরে নতুন করে গড়ে তোলা হয় ওই মার্কেট। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুলাই আগুনে গুলিস্তান ইউনিটের কয়েকটি দোকান পুড়ে যায়।