Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৯৯°সে

মিয়ানমারে যুদ্ধবিমান ব্যবহার করে সেনাবাহিনীর হামলা, হতাহত বহু

সময় সংবাদ রিপোর্টঃ  অভ্যুত্থান বিরোধীদের দুর্গ হিসেবে খ্যাত সেন্ট্রাল টাউন জাগাইংয়ে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এতে দুই ডজনের বেশি মানুষ নিহত হয়েছে।

খবরে এই ঘটনাকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ‘সবচেয়ে খারাপ’ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে জাগাইং ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।স্থানীয়দের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, পাজিগি শহরে সেনাবাহিনীর হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে আল জাজিরার রিপোর্টার টনি চেং বলেছেন, ‘সেখানে একটি প্রশাসনিক অফিস উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা জড়ো হয়েছিল। মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে যুদ্ধবিমান নিয়ে মিয়ানমারের জান্তা তাদের ওপর আক্রমণ করে। এরপর মিগ-৩৫ হেলিকপ্টার ব্যবহার করেও হামলা করা হয়। নিহতরা অধিকাংশ বেসামরিক নাগরিক।

একজন উদ্ধারকারী জানিয়েছেন, অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সেনাবাহিনী এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর