সময় সংবাদ রিপোর্টঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের সেকেন্ড ইন কমান্ড জুয়েল তালুকদার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় কিছু অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিং থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, গত ১০ এপ্রিল ভোর সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা উপজেলার চরদুয়াইর এলাকার সদরপুর-তারাইল সড়কের ডাক্তারবাড়ীর সামনে একটি ডাকাতির ঘটনা ঘটে। ৮/১০ জনের ডাকাত দলটি রাস্তার পাশের গাছ কেটে রাস্তায় ফেলে ট্রাক থামিয়ে গরুর বেপারীদের কাছ থেকে ৯ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে নেয়। এসময় ডাকাত দলের হামলায় তিন গরু ব্যবসায়ী আহত হয়। পরে গরুর বেপারীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দলটি পালিয়ে যায়। পরবর্তীতে এ বিষয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলটির সেকেন্ড ইন কমান্ড জুয়েল তালুকদারকে সোমবার দিবাগত রাত দুইটার দিকে তার নিজ বাড়ী ভাঙ্গার চরদুয়াইর গ্রাম থেকে গ্রেফতার করে।
এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আকৃতির তৈরি ৩টি চাইনিজ কুড়াল, বিভিন্ন সাইজের ৪টি রামদা, ১টি গাছ কাটার করাত, ১টি ডেগার এবং ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত জুয়েল তালুকদার তার স্বীকারোক্তিতে বেশ কয়েকজনের নাম এবং চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে আপাতত গোপন রাখা হচ্ছে।