Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৯৯°সে

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০, লুটপাট ভাঙচুর

সময় সংবাদ রিপোর্টঃ     ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সাড়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। দোকান ও বসতবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ৭টার থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।  খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ মানিকদহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য করিম মাতুব্বর (৭০), ব্রাহ্মণকান্দা গ্রামের লিটু মাতুব্বর, ইয়াকুব মিয়ার সাথে মৃধাকান্দা গ্রামের আবুল কালাম মোল্লা, মজিবর তালুকদার, হারুন মোল্লা, আক্কাছ মাতুব্বরের বিরোধ চলছিল। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যার পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে রাতেই দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। বুধবার সকাল ৭টার দিকে দুই পক্ষের কয়েক গ্রামের হাজারের অধিক লোক ঢাল, সড়কি, ইট পাটকেল, রামদাসহ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই পক্ষের কমপক্ষে ২০টি দোকান ও বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আশংঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছে মাসুদ মুন্সী (৩০), মিলন (৪০)।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সংঘর্ষে আহত হয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর