Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৬৬°সে

বরিশালে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক ও দুদক কর্মকর্তা নিহতের বিচার দাবি

সময় সংবাদ রিপোর্টঃ    গত ২২ এপ্রিল ঈদের দিন বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর রূপাতলী এলাকায় বাসের চাপায় পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তার বন্ধু এক দুদক কর্মকর্তা নিহতের প্রতিবাদে এবং ঘাতক বাসের চালক ও হেলপারের কঠোর বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে তাদের বন্ধু-সহপাঠী ও স্বজনরা। বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ব্রজমোহন কলেজের ইংলিশ এলামনাই এসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএম কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নিহতদের বন্ধু তরিকুল ইসলাম ও নিহত উপ-পরিদর্শক ফায়েজের বাবাসহ অন্যরা।বক্তারা বলেন, সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এসআই মো. ফয়েজ এবং তার বন্ধু মোটরসাইকেল আরোহী গত ২২ এপ্রিল নগরীর রূপাতলী এলাকায় বাসের চাপায় নিহত হয়। বাসের চালক ও হেলপার মাদকসেবনরত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।  তারা অভিযুক্ত বাস চালক ও হেলপাড়কে গ্রেফতার করে কঠোর বিচার দাবি করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর