সময় সংবাদ রিপোর্টঃ সংখ্যালঘুদের সংগঠনের দোহাই দিয়ে আর এক অসহায় সংখ্যালঘুর জমি দখলের পায়তারা করছে দি মেট্রোপলিটন খৃস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:। এমনকি জমি দখলের জন্য ইতিমধ্যে জমির সামনের অংশে গেট নির্মাণ করে ফেলেছে তারা.এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা থানাধীন লিংক রোড সংলগ্ন এলাকায়।
সরজমিনে এবং কাগজপত্র বিশ্লেষণ করে দেখা যায় পৈত্রিক সুত্রে এ জমির মালিক কমল মন্ডল,যার আর এস ৭০৬৯,সিটি ১৫৪৫২ দাগের ৯.৬২ শতাংশ জমি।যার ৩ শতাংশ দখল করে দি মেট্রোপলিটন খৃস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: গেট নির্মাণ ও বাকি জমি দখলের পায়তারা করছে, দি মেট্রোপলিটন খৃস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন এর নেতৃত্বে কল্পনা ফ্লোরিয়া,ইউজেন, লোকাল সন্ত্রাসী সিদ্দিক হাজী ওরফে পাজি সিদ্দিক সহ সংঘবন্ধচক্র ।
জমির মুল মালিক বার বার বাউন্ডারি দিলেও রাতের আধারে উক্ত ব্যাক্তিরা বাউন্ডারি ভেঙে দিয়ে যায়,এই বিষয়ে ভাটারা থানাকে অবগত করলে ভাটারা থানা পুলিশ উভয় পক্ষকে ডেকে বসার ব্যবস্থা করলেও মেট্রোপলিটন খ্রিস্টান সোসাইটির উল্লেখিত ব্যক্তিরা দুইবার বসলেও তারা শুধু সময় নিয়ে কালক্ষেপণ করে আর না বসে জোর করে জায়গা দখলের চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে চাইলে জমির মুল মালিক কমল মন্ডল সময় সংবাদকে বলেন আমি হিন্দু এবং গরীব হওয়ার কারনে আমাকে ভয়ভীতি দেখিয়ে মেট্রোপলিটনখৃস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: জোর করে আমার বাবার রেখে যাওয়া একমাত্র সম্পত্তি বেদখলের চেষ্টা করছে,উক্ত জায়গাটা বেদখল হয়ে গেলে আমি রাস্তায় ফকির হয়ে যাবো,জায়গাটা আমার নামে খাজনা ও খারিজ করা আছে এবং আমি প্রতিবছর নিয়মিত খাজনা পরিশোধ করি সর্বশেষ অনলাইনে খাজনা দিয়েছি। তিনি এ প্রতিবেদককে আরো বলেন এই কুচক্রী মহল থেকে আমার এ শেষ সম্বল টুকু বাঁচানোর জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি.