Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.৯৬°সে

নিজের ভুলের জন্য ‘ক্ষমা চাইলেন’ ফয়জুল করিম

সময় সংবাদ রিপোর্টঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বিসিসি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের লিখিত জবাবে নিজের ভুলের জন্য ‘ক্ষমা চেয়েছেন’ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নথুল্লাবাদ আঞ্চলিক (রিটার্নিং কর্মকর্তা) নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন তিনি। সেখানে তিনি ৩০ মিনিট অবস্থান করে লিখিত জবাব দিয়ে পৌনে ১টায় বের হয়ে যান।

এ সময় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশন আমাকে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে, আমি সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিয়েছি।’

হাতপাখার এই প্রার্থী বলেন, ‘যেহেতু আইনের বিষয়টি পুরোপুরি ওয়াকিবহাল ছিলাম না, তাই ভুল হতে পারে।’ পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি আর লঙ্ঘন হবে না—এমন প্রতিশ্রুতি দেওয়ার কথাও স্বীকার করেন তিনি।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী সশরীরে উপস্থিত হয়ে তাকে দেওয়া নোটিশের জবাব দিয়েছেন।’

লিখিত জবাবের বরাত দিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন, ‘আইনের বিষয়টি তার (সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম) ভালোভাবে জানা ছিল না। শোডাউন করে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে, সে জন্য তিনি ভুল স্বীকার করে “ক্ষমা” প্রার্থনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়, এমন কোনো কার্যক্রম করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেছেন।’

হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমের লিখিত জবাবে তারা সন্তুষ্ট বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বরিশাল নগরীতে শোভাযাত্রা করেন হাতপাখার প্রার্থী ফয়জুল করীম। তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালে পৌঁছালে নগরীর প্রবেশমুখ গড়িয়ারপাড় থেকে শোভাযাত্রা নিয়ে আলেকান্দা এলাকার আমতলা মোড়ে নিয়ে সংবর্ধনা দেয় দলীয় নেতাকর্মীরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য ফয়জুল করিমকে নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর