Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আব্দুল আউয়াল

সময় সংবাদ রিপোর্টঃ  খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ভোটে পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি নগরীর বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তবে আব্দুল আউয়াল ইভিএমে ভোট প্রদান নিয়ে যান্ত্রিক ত্রুটির অভিযোগ করেন। তিনি বলেন, ২৬নং ওয়ার্ডের একটি কেন্দ্রে সকালে আধা ঘণ্টার মতো ইভিএমে যান্ত্রিক ত্রুটিতে ভোটগ্রহণ বন্ধ ছিল। এছাড়া ১২নং ওয়ার্ডে স্যাটেলাইট স্কুল কেন্দ্রে ইভিএমে হাতপাখা প্রতীকে বাটন চাপলে স্ক্রিনে নৌকা প্রতীকের ছবি ভেসে উঠছে। মৌখিকভাবে বিষয়টি তিনি প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানান।

তবে ১২নং ওয়ার্ডের দায়িত্বে থাকা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নাই। এক প্রতীকের বাটন চাপলে স্ক্রিনে অন্য প্রতীক আসতেই পারে না। এ ধরনের অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর