Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

ডা. নিতাই হত্যা মামলার পরবর্তী যুক্তিতর্ক ১৩ জুলাই

সময় সংবাদ রিপোর্টঃ  ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএমএ নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার পরবর্তী যুক্তিতর্কের জন্য আগামি ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।সোমবার (১৯ জুন) ১৪তম দিনের যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ দিন ধার্য করেন।

মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট আজাদ রহমান ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্বাস উদ্দিন মাতুব্বর।

২০১৩ সালের ২২ জুলাই একই আদালতের তৎকালীন বিচারক জাফরোল হাছান মামলার ১০ আসামির সবার বিরুদ্ধেই চার্জগঠন করেছিলেন।আসামিরা হলেন, নিহত চিকিৎসকের গাড়িচালক কামরুল হাসান অরুণ, মিন্টু ওরফে মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মো. রফিকুল ইসলাম, মো. সাঈদ ব্যাপারী, মো. বকুল মিয়া, মো. হোসেন মিঝি, ফয়সাল, মাসুম ওরফে পেদা মাসুদ, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম ও সাইদুল।

নিহত চিকিৎসকের গাড়িচালক কামরুল হাসান অরুণ, মিন্টু ওরফে মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মো. সাঈদ ব্যাপারী, মো. বকুল মিয়া ও মো. রফিকুল ইসলাম সাংবাদিক সাগর রুনী হত্যা মামলারও আসামি।

আসামি ফয়সাল, পেদা মাসুদ, সাইদুল, আবুল কালাম ওরফে পিচ্চি কালাম মিন্টু ও রফিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।২০১৩ সালে ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান ওই আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১২ সালের ২৩ আগস্ট গভীর রাতে হাসপাতালের নিজ কোয়ার্টারে দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বক্ষব্যাধি হাপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত ওরফে ডা. নিতাই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর