Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৭৯°সে

ইন্টারনেট শাটডাউন সরকারের নতুন ডিজিটাল অস্ত্র: মির্জা ফখরুল

সময় সংবাদ রিপোর্টঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, দেশ-বিদেশের সব গণতান্ত্রিক শক্তির সহযোগিতায় বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত ফায়সালা পর্বে অনুপ্রবেশ করতে যাচ্ছে। এতদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ও নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে এ গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা চালিয়েছে সরকার। তাদের সব অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

রোববার দুপুরে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে রাজধানীর গুলশানে চেয়াপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করতে গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করেছে সরকার। এ গণবিরোধী অ্যাক্টে শুধু বিরোধী রাজনৈতিক নেতাকর্মী নয়, মুক্তমনা অনেক সাংবাদিক ও স্বাধীন নাগরিকরাও শিকার হয়েছেন মিথ্যা মামলার।

এত কিছুর পরও ক্ষমতাসীন সরকার গণঅভ্যুথানের ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র ‘ইন্টারনেট শাটডাউন’। নির্যাতনকারী সরকারের পুলিশ কেড়ে নিচ্ছে ব্যক্তিগত ব্যবহার করা ডিভাইস মোবাইল ফোন। পরিপ্রেক্ষিতে সংক্ষুব্ধ নাগরিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর