Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.৫৬°সে

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

সময় সংবাদ রিপোর্টঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর একটি চৌকশ দল অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সকালে মতিঝিল থানাধীন আরামবাগ এজিবি কলোনীর সামনের রাস্তা থেকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো: নাজিম উদ্দিন (৪৩), পিতা: জয়নাল মোল্যা, জেলা: যশোর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক জনাব শামীম আহম্মেদ এবং সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব মো: তমিজ উদ্দিন মৃধা, মোহাম্মদপুর সার্কেল এর নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্র জানায়, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, একটি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম উদ্দিন স্বীকার করেছেন যে, সে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে। আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি এড়ানোর জন্য এই চক্রটি বিভিন্ন এনক্রিপটেড অ্যাপস ব্যবহার করতো এবং ভিন্ন ভিন্ন সময়ে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে ইয়াবার চালান ঢাকায় সরবরাহ ও বিক্রয় করতো।

গ্রেফতারকৃত নাজিম উদ্দিনের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক পরিদর্শক জনাব মো: তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) জানিয়েছে, মাদকের মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা অনুষ্ঠান করবে সরকার

আরও খবর