Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

শিশুদেরও করোনা হচ্ছে

সময় সংবাদ লাইভ রির্পোটঃশিশুদের করোনার কোনো উপসর্গ নেই অথচ করোনায় আক্রান্ত। এমন অনেক শিশুই এখন হাসপাতালে ভর্তি হচ্ছে।

তাদের কেউ কেউ অন্য রোগের চিকিৎসা করাতে এসে কোভিড শনাক্ত হয়েছে। কেউ জ্বর, কাশিতে ভুগে আসছে,আবার কারো ক্ষেত্রে নিউমোনিয়া, অন্যদিকে কেউ আসছে ডায়রিয়া নিয়ে, কারও রোগ মারাত্মক দুর্বলতা।

ঢাকার শিশু হাসপাতালে অন্তত ১৭০ জন রোগী চিকিৎসা নিয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে ১৫ জন রোগী মারা গেছে। এদের মধ্যে সাত থেকে আটজনের বয়স ২৮ দিনের কম বলে জানা গেছে। তবে তারা কীভাবে কোভিডে আক্রান্ত হলো, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এর বাইরে এখন পর্যন্ত দেশে কত শিশু আক্রান্ত হয়েছে, তার কোনো সঠিক হিসাব পাওয়া যায়নি।

তবে আশার কথা হলো- বড়দের মতোই শিশুরা কিছু ওষুধ খেয়ে আর নিয়মকানুন মেনেই সুস্থ হয়েছে।

নাঈম মাহমুদ
সিটি রিপোর্টার

সময় সংবাদ লাইভ /৬এপ্রিল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সুস্থ ও অসুস্থ অবস্থায় রোজা
দূষণে ঢাকাকে ছাড়িয়ে কুমিল্লা।
বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের
হাসপাতালে খালেদা জিয়া

আরও খবর