Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৫°সে

আদালতে বিনামূল্যে রায়ের কপি, দ্বারে দ্বারে ঘোরা আর নয়

সময় সংবাদ রিপোর্ট : রায়ের কপি পেতে ভোগান্তির শেষ নেই। সম্প্রতি রাজশাহী আদালতের একজন বিচারক বিনামূল্যে রায়ের কপি পাওয়ার উদ্যোগ নিয়েছেন।বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এ পদ্ধতি চালু করেছেন তিনি। রাজশাহীর জজ আদালতের বিচারক আবদুল মালেকের এমন পদক্ষেপকে যুগান্তকারী বলছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। পর্যায়ক্রমে সব আদালতে চালুর দাবিও জানান তারা।জানা গেছে, বিচারক রায়ে কী বলেছেন, সেটি জানতে এবং রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে দরকার পড়ে রায়ের নকল। এ কপি পেতে দিনের পর দিন আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরতে হয় বিচারপ্রার্থীদের। পরিস্থিতির ফাঁদে ফেলে ভুক্তভোগী বিচারপ্রার্থীদের কাছ থেকে যে যার মতো আদায় করেন টাকা। দেশের সব আদালতের চিত্র যেন এমনই। অথচ সরকারি হিসেবে এক পৃষ্ঠার আদেশের নকল তুলতে খরচ পড়ে মাত্র ৪৯ টাকা। যুগের পর যুগ ধরে চলে আসা এমন পদ্ধতির পরিবর্তনে এগিয়ে এসেছেন রাজশাহীর এক বিচারক। নিজের দেয়া রায়ের নকল কপি আপলোড করছেন ওয়েবসাইটে। ফলে বিচারপ্রার্থীরা খুব সহজে সেখান থেকে রায়ের নকল কপি সংগ্রহ করতে পারছেন। শুধু নকল কপিই নয় আদালতের দৈনন্দিন কার্যতালিকাও প্রকাশ করা হচ্ছে সেখানে। এতে একদিকে যেমন ভোগান্তি কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু বলেন, জাজমেন্ট করার পর যদি অনলাইনে এটা প্রচার করা হয়; তাহলে সাধারণ মানুষের দোরগোড়ায় এটা পৌঁছাবে। এতে মানুষ বুঝতে পারবে আইনে কি করলে কি হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, নিম্ন আদালতেও অনলাইন শুরু হতে পারে। তাহলে বিচারপ্রার্থীরা যে দ্বারে দ্বারে ঘোরে সেটা বন্ধ হবে।সর্বোচ্চ আদালতের রায় ও আদেশ অনলাইনে পাওয়া গেলেও অনলাইনে নিম্ন আদালতের কোনো বিচারকের রায় প্রকাশের ঘটনা এটিই প্রথম বলে জানান আইনজীবীরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর