Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

তিন মাস পর পুরনো রূপে ফিরেছে গণপরিবহন

সময় সংবাদ লাইভ রিপোর্ট: তিন মাস পর পুরনো রূপে ফিরেছে গণপরিবহন। আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে দুই সিটে একজন বসার নিয়ম বাতিল হয়েছে। সেইসাথে বর্ধিত ৬০ শতাংশ ভাড়াও প্রত্যাহার করা হয়েছে।

তবে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না। যত সিট ঠিক তত পরিমাণ যাত্রীই পরিবহন করতে হবে। এছাড়া প্রতিটি ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করার শর্ত দেয়া হয়েছে।

সেইসাথে গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহারের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখতে হবে গাড়িতে।

বর্ধিত ভাড়া প্রত্যাহার করার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে শংকা রয়েই গেছে। অধিকাংশ চালক-হেলপার-কন্ডাকটারদের মাস্ক পরতে দেখা যাচ্ছে না। এছাড়া সাবান-পানি বা হ্যান্ড সেনিটাইজারের ব্যবহারও দেখা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

আরও খবর