Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৩৬°সে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

সময় সংবাদ রিপোর্ট: ভারতের দিকে ধেয়ে যাচ্ছে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’। সোমবার (২১ মার্চ) প্রবল শক্তি নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এরই মধ্যে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের উপকূলেও আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়বে দ্বীপপুঞ্জে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮০ কিলোমিটার। ভারতে আঘাত হানতে যাওয়া চলতি বছরের প্রথম এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। একই সঙ্গে উপকূলীয় অঞ্চল থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার (২২ মার্চ) উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এর আগে, গত বছরের শেষে ভারতের বেশ কয়েকটি রাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর