Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.৭২°সে

নিখোঁজের ৪৩ ঘণ্টা পরে ভেসে উঠল ঢাবি ছাত্রের মরদেহ

সময় সংবাদ রিপোর্টঃ  নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে ভেসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ। বুধবার (১৪ জুন) সকাল সোয়া ১১ টার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী রেললাইনের কুমারখালীর গড়াই রেলসেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত ছাত্রের নাম মো. তানভির (২৩)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বরগুনা জেলার সদর থানার নলী চরকগাছিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। তার বাবা বরগুনা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, সকাল ৭ টা থেকে তারা তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন। বেলা সোয়া ১১ টার দিকে সেতু এলাকায় নিখোঁজ ছাত্রের মরদেহটি ভেসে উঠে। তারা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার একটি হাইস গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১৩ জন ছাত্র মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগর, পরে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী ও লালন আখড়াবাড়ি ঘুরে দেখেন। এরপর আটজন গড়াই নদীর রেলসেতুর নিচে গোসল করতে নামেন। বেলা পৌনে চারটার দিকে  তাদের মধ্যে তিনজন সাঁতরে গড়াই নদী পার হবার চেষ্টা করেন। ওপারে পার হবার সময় দুই বন্ধু তীরে উঠতে সক্ষম হন। কিন্তু তানভীর নামে একজন পানির স্রোত ও পাকে তলিয়ে যান। পরে খবর পেয়ে সেখানে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মিরা ও খুলনা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৪৩ ঘণ্টা পরে বুধবার সকাল সোয়া ১১ টার দিকে সেতু এলাকায় মরদেহটি ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা মরদেহটি উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, নিখোঁজ ছাত্রের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনী প্রক্রিয়া সংক্রান্ত বিষয়াদি পরে জানানো যাবে। ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, উদ্ধার অভিযান চলাকালিন সময়ে মরদেহটি ভেসে উঠেছে। ছাত্রটি সাঁতার জানতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর