Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

মাথায় হাত দিয়ে সমঝোতা করেন বুলেট দিয়ে সমঝোতা মঙ্গল বয়ে আনবে না:সাবিনা আক্তার তুহিন

সাবিনা আক্তার তুহিন (সাবেক এমপি)উত্তর যুবমহিলা লীগ সভাপতি

ব্যবসায়ী নাকি ছাত্ররা বেশি আহত হয়েছে ?এই প্রশ্নের উত্তর মিললেই বুঝা যাবে কারা আক্রান্ত ।ব্যবসায়ীদের নেতাদের বলবো ছাত্ররা তো বয়সে ছোট কিন্তু আপনারা কেনো শিক্ষা দেন না ক্রেতার সাথে কি রকম আচরন করা উচিত ।ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন তাই একটু সহনশীল আপনাদের হওয়া উচিত ।ঈদের সামনে এমন ঘটনা কারো জন্য ভালো না ।শিক্ষকরা সমঝোতা করার চেষ্টা করলো উনাদের উপর ইট নিক্ষেপ করা হলো তবে সমঝোতা হবে কিভাবে ।যাই হোক সকল পক্ষের ভালোর জন্য উভয় পক্ষের আলোচনার বসার বিকল্প কিছু নেই ।ঢাকা কলেজ বন্ধ করলে সমাধান হবে না আলোচনা করে সমাধান করেন ।আহতদের চিকিৎসা ব্যবস্হা করে সমঝোতার পথ বেছে নিন ।এমন একটা পয়েন্ট মানুষ আতকিংত বিভিন্ন জরুরী কাজে মানুষ সেখান দিয়ে যাতায়াত করতেও ভয় পাচ্ছে ।একদিকে দোষের তীর ছুঁড়া অত্যন্ত অবিবেচক হবে তাই দ্রুত সমাধান করা উচিত দায়িত্বশীলদের ।স্হানীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যপারে ।মাথায় হাত দিয়ে সমঝোতা করেন বুলেট দিয়ে সমঝোতা মঙ্গল বয়ে আনবে না ।

(সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন)

তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এ বছর বেশি শীত অনুভূত হওয়ার কারণ কী ?
শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ এয়ারক্রাফট মেকানিক আটক
‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ নায়িকার, আব্দুল্লাহ জহির বাবুর অস্বীকার
অনেক পরিচালক আমাকে হোটেল-রেস্টুরেন্টে ডাকে : জেবা
আফগানিস্তানের বিপক্ষে কঠিন সময় আসছে: পাপন
হিরো আলম ঈদের পর দুটি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে।

আরও খবর