Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

সোনাগাজীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজধানীতে গ্রেপ্তার

সময় সংবাদ রিপোর্টঃ  রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি মামুনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ২১ বছর পালিয়ে থাকার পর গত সোমবার রাতে টিটিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব বলছে, তিনি ২০০২ সালে ফেনীর সোনাগাজী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) ফারজানা হক জানান, গোয়েন্দা সংবাদে জানা যায়, ফেনী জেলার সোনাগাজী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২১ বছর ধরে পলাতক আসামি মামুন শাজাহানপুরের টিটিপাড়ায় অবস্থান করেছে। এ তথ্যে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মামুন জানান, ২০০২ সালের ২২ এপ্রিল দিনের বেলায় সফরপুর হাজী শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মাহবুবুল হককে স্কুল প্রাঙ্গণে তার ছেলে মেয়েসহ শাতাধিক শিক্ষার্থীর সামনে গুলি করে হত্যা করে মামুন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহত মাহবুবুলের স্ত্রী রাজিয়া খাতুন ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১২ সালে মামুন ও তার পাঁচ সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার পর থেকেই মামুন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মির্জা ফখরুল-খসরুর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ প্রত্যাহার, আজই মুক্তি
মানবতাবিরোধী অপরাধে ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড
ভাষার মাসের প্রথম দিনে হাইকোর্টে বাংলায় আদেশ-রায়
নির্বাচন শেষে কারামুক্তির আশা বিএনপি নেতাকর্মীর
বাতিলই থাকছে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা
৩০ দিনে বিএনপি-জামায়াতের ৬০০ নেতাকর্মীর কারাদণ্ড

আরও খবর