Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৩৪°সে

৭ দিনে প্রবাসী আয় এসেছে ৫ হাজার কোটি টাকা

সময় সংবাদ রিপোর্টঃ    ৬ মাস পর দুই বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। এর আগে চলতি অর্থ বছরের (২০২২-২৩) প্রথম দুই মাস জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল দুই বিলিয়ন ডলার করে। এরপর টানা ছয় মাস রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী ছিল। তবে মার্চ মাসে এসে ঘুরে দাঁড়িয়েছে রেমিট্যান্স। এ মাসে রেমিট্যান্স অতিক্রম করেছে দুই বিলিয়ন ডলার। রেমিট্যান্সের এই প্রবাহ এপ্রিল মাসেও অব্যাহত আছে।

এপ্রিলের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ১০৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে)। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (১০৭ টাকা ডলার ধরে) ২১ হাজার ৫৮৯ কোটি টাকার বেশি।

এপ্রিল মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে মোট ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ১২ লাখ ১০ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ২৮ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪০ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক দশমিক ৪৪ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ ডলার, মার্চে ২০১ কোটি ৭৬ লাখ ডলার। এবং চলতি মাসের প্রথম সাত দিনে এসেছে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর