Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

করোনা নেগেটিভ ২৬ শতাংশের শরীরে অ্যান্টিবডি

সময় সংবাদ লাইভ রির্পোটঃ চট্টগ্রামে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া ৮৮ শতাংশের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। পরীক্ষায় নেগেটিভ হওয়া ব্যক্তিদের মধ্যে ২৬ শতাংশের শরীরে অ্যান্টিবডি দেখা যায়।

জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের প্রধান ডা. আবদুর রবের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, এই অ্যান্টিবডি তাদের শরীরে নয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।  ডা. আবদুর রব বলেন, ‘গত বছরের মার্চে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তারা পজিটিভ ও নেগেটিভ ফল আসা দুই গ্রুপের মোট এক হাজার ৫০০ জনের অ্যান্টিবডি পরীক্ষা করেছেন। ছয় মাস ধরে মোট ছয় জন গবেষক এই গবেষণাকর্মে অংশ নেন।’

‘চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি’ শীর্ষক’ এই গবেষণার প্রতিবেদন আজ শনিবার প্রকাশ করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও জেনারেল হাসপাতালের ব্যাবস্থাপনা কমিটির মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সময় সংবাদ লাইভ। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওষুধের দামে নাভিশ্বাস
লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
‘খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’
সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে
লাখ ছুঁই ছুঁই ডেঙ্গু রোগী
আগস্টে রেকর্ড ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা

আরও খবর