Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

জাতীয় ঈদগাহে সাহাবুদ্দীন আহমদের জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

সময় সংবাদ রিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।জানাজার আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে সাহাবুদ্দীন আহমদকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।জানাজায় বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাহাবুদ্দীন আহমদের ছেলে মরহুমের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান। জানাজা শেষে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

সেখানে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।এর আগে সাহাবুদ্দিন আহমদের প্রথম জানাজা গতকাল শনিবার তাঁর নিজ জন্মভূমি নেত্রকোনারকেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।সাহাবুদ্দীন আহমদের ভাতিজা সোহরাব উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, গতকাল দুপুর ৩টার দিকে হেলিকপ্টারে করে সাহাবুদ্দীন আহমদের মরদেহ পেমই গ্রামে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে প্রথম জানাজা শেষে আবারও মরদেহটি ঢাকায় নিয়ে যাওয়া হয়।গতকাল শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে সাবেক বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।৯২ বছর বয়সী সাবেক এ রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত মাসের (ফেব্রুয়ারি) তৃতীয় সপ্তাহে সাহাবুদ্দীন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়।এর আগে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর