Header Border

ঢাকা, রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৯৬°সে

ডেঙ্গু : মৃতের সংখ্যা ২৫০ পূর্ণ হলো

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ২৫০ জনের। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হওয়ার পর মোট মৃত্যু এই সংখ্যায় পৌঁছায়। আক্রান্ত ও মৃত্যুহারে ওঠা-নামা হলেও তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তবে শনাক্তের হারও থামেনি। ক্রমেই বাড়ছে এই সংখ্যা। সর্বশেষ রেকর্ড করা তথ্যানুযায়ী ৪৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ মৃত্যু ও শনাক্তের তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে দেয়া তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে ২৫৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৮৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৭৬০জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ৯৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ২৬৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ হাজার ৬৬৪ জন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর