Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে

করোনায় আক্রান্ত কমেছে, মৃত্যু বেড়েছে

সময় সংবাদ রিপোর্টঃ   বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত কমেছে, তবে বেড়েছে মৃত।। আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৭০ জন মানুষ। মারা গেছে ৪২৩ জন।

গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল ৭৬ হাজার ৪৩০ জন মানুষ। মারা গিয়েছিল ৩১২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪১ লাখ ৪০ হাজার ৪৯৪ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৩২ হাজার ৬৭০ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৫৫৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৩৪৮ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৩৫৬ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৭ লাখ ২২ হাজার ৬০৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮৮১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৮ লাখ সাত হাজার ৭৩৫ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৭৩৬ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ৬১১ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭১ হাজার ৫৯ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ২৩৯ জনের।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওষুধের দামে নাভিশ্বাস
লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
‘খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’
সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে
লাখ ছুঁই ছুঁই ডেঙ্গু রোগী
আগস্টে রেকর্ড ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা

আরও খবর