Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

বাকিতে সিঙ্গারা না দেওয়ায় গরম তেলে ঝলসে দিল বিক্রেতাকে

সময় সংবাদ রিপোর্টঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাব্বি শিকদার (৩০) নামে এক ক্রেতা গরম তেল ঢেলে এক পুরি-সিঙ্গারা বিক্রেতার শরীর ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক বিক্রেতা রিপন মিয়াকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা। দগ্ধ রিপন মিয়া উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীরঘাট এলাকায় রিপন মিয়া একটি পুরি-সিঙ্গারার দোকান রয়েছে। প্রায় সময়ই একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি শিকদার রিপন মিয়ার দোকানে বাকিতে পুরি সিঙ্গারা খেত। সোমবার রাত আটটার দিকে রাব্বি শিকদার রিপন মিয়ার দোকানে গিয়ে বাকিতে সিঙ্গারা খেতে চায়। তখন রিপন মিয়া তাকে বলে আগেরও বাকি রয়েছে তাই এখন আর বাকি দেওয়া যাবে না। একথা বলায় রিপনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে রাব্বি। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সামনে কড়াইয়ে থাকা পুরি সিঙ্গারা ভাজার চামচ দিয়ে গরম তেল রিপন মিয়ার শরীরে ঢেলে দেয়। রিপন মিয়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে চিৎকার শুরু করেন। এসময় রাব্বি স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রিপন মিয়াকে  ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজউকের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল(অব.)সিদ্দিকুর রহমান
পেশাদার নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে: তথ্য প্রতিমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
ওষুধের দামে নাভিশ্বাস
মির্জা ফখরুল-খসরুর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ প্রত্যাহার, আজই মুক্তি
মানবতাবিরোধী অপরাধে ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

আরও খবর