Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.৯৬°সে

ব্রাজিলে নাচে-গানে অনুষ্ঠিত ফোক ফেস্টিভ্যাল ‘বোই বুম্বা’

সময় সংবাদ রিপোর্ট : লাল-নীল পোশাক আর বাহারি মুখোশ পরে ব্রাজিলের টুপিনাম্বারানা দ্বীপে ভিড় করেছেন অসংখ্য মানুষ। নাচ আর গানে কে কাকে ছাড়িয়ে যেতে পারে তা দেখতে দর্শক সারিতে লাখো কণ্ঠের উচ্ছ্বাস। তবে এই উন্মাদনা রিও কার্নিভালকে ঘিরে নয়। দর্শকদের এই উচ্ছ্বাসের উৎস দেশটির অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব ‘বোই বুম্বা’ ফেস্টিভ্যাল।সম্প্রতি আমাজন বনকে ঘিরে আয়োজিত ৫৫তম ফোক ফেস্টিভ্যালে যোগ দিতে ব্রাজিলের আমাজোনাস স্টেটের প্যারিন্টিন্সে জড়ো হন হাজারো শিল্পী।এ উপলক্ষ্যে প্রথমে প্যারিন্টিন্সের লোকজন নিজেদের দুটি দলে বিভক্ত করেন। প্রতিটি দল লাল অথবা নীল রঙের পোশাক পরে। ইভেন্ট শুরু হওয়ার আগেই তাদের জন্য ঠিক করে দেয়া হয় আলাদা আলাদা থিম।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবারের উৎসবে লাল দলের থিম ছিল ‘লাল মানুষের আমাজন’। আর নীল দলের থিম ‘আমাজন: কবিতায় আমাদের সংগ্রাম’। এই থিমকে কেন্দ্র করেই তিন দিনব্যাপী এ উৎসবে সেরা পোশাক, নাচসহ বিভিন্ন বিষয়ে একে অপরকে ছাড়িয়ে যেতে দুদলের মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা। পর্তুগিজ এবং আমাজনীয় ঐতিহ্যের একটি রোমাঞ্চকর মিশ্রণ এ ‘বোই বুম্বা’ ফেস্টিভ্যাল। দুই বছরের মহামারির বিরতির পর আয়োজিত এ উৎসব উপলক্ষ্যে আমাজনাস রাজ্য সরকার প্রতি দলকে প্রায় সাড়ে ৯ লাখ ডলার মঞ্জুরি করেছে বলে জানা গেছে। মূলত আঞ্চলিক লোককাহিনীর রং, সংগীত এবং ঐতিহ্য উদ্‌যাপন করতেই এই ‘বোই বুম্বা’ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। প্রতি বছর জুনের শেষে প্যারিন্টিন্সের সাংস্কৃতিক কেন্দ্রে এ আয়োজন দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ভিড় জমে টুপিনাম্বারানা দ্বীপে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর